Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কৈয়ারা দীঘী
Details

কৈয়ারা দীঘি

 

ভাটির বাঘ শমসের গাজীর মাতা কৈয়ারা বিবি। বীরমাতাহিসাবে সমগ্র অঞ্চলেপ্রশংসিত। জনসাধারণের পানীয় জলের সুবিধার্থেগাজী মাতা কৈয়ারা বিবির নামেকৈয়ারা দীঘি খনন করা হয়। কৈয়ারা গ্রাম ও তাঁর স্মৃতিই বহন করছে। কৈয়ারাদীঘি অত্র এলাকার সর্বত্র বিশিষ্ঠতা লাভ করে। এ বিশাল দীঘি নির্মল ওসুস্বাদু পানির জন্য বিখ্যাত ।কৈয়ারা দিঘীকে নিয়ে নানা অলৌকিক কাহিনীপ্রচলিত আছে।

লোকমুখে প্রকাশ-

দীঘির মধ্যে জগন্নাথ

পাড়ের মধ্যে বীরসিংহ

পানির মধ্যে কৈয়ারা হাটের মধ্যে লেমুয়া

ঘাটের মধ্যে পানুয়া।