Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দেশব্যাপী বিদেশগমনেচ্ছু কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী
Details

দেশব্যাপী  বিদেশগমনেচ্ছু কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী


দেশব্যাপী  বিদেশ গমনেচ্ছু কর্মীদের নাম ও প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত তারিখে নিম্নলিখিত কাগজপত্র ও তথ্যাদিসহ নিকটস্হ বা সুবিধাজনক ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র(ইউআইএসসি),নগর তথ্য কেন্দ্র এবং মহানগর তথ্য কেন্দ্র সমূহে উপস্হিত থাকতে হবেঃ

১) মেশিনরিডেবল পাসপোর্ট(এমআরপি), যদি না থাকে তবে
২)জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
৩)জন্মনিবন্ধন সনদপত্র
৪)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটোকপিসহ
৫)জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানা ব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে
৬)নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর
৭)ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
৮)দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র(যদি থাকে)


User Manual
 
১. Internet Explore এর সহয়তায় আপনাকে দেওয়া প্রদত্ত ওয়েব সাইটে প্রবেশ করুন।
২. আপনাকে দেওয়া মোবা্ইল নাম্বার ও পাসওর্য়াড সঠিকভাবে প্রবেশ করুন।

Attachments
Publish Date
28/09/2013