দেশব্যাপী বিদেশগমনেচ্ছু কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী
দেশব্যাপী বিদেশ গমনেচ্ছু কর্মীদের নাম ও প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত তারিখে নিম্নলিখিত কাগজপত্র ও তথ্যাদিসহ নিকটস্হ বা সুবিধাজনক ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র(ইউআইএসসি),নগর তথ্য কেন্দ্র এবং মহানগর তথ্য কেন্দ্র সমূহে উপস্হিত থাকতে হবেঃ
১) মেশিনরিডেবল পাসপোর্ট(এমআরপি), যদি না থাকে তবে
২)জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
৩)জন্মনিবন্ধন সনদপত্র
৪)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটোকপিসহ
৫)জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানা ব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে
৬)নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর
৭)ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
৮)দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র(যদি থাকে)
User Manual
১. Internet Explore এর সহয়তায় আপনাকে দেওয়া প্রদত্ত ওয়েব সাইটে প্রবেশ করুন।
২. আপনাকে দেওয়া মোবা্ইল নাম্বার ও পাসওর্য়াড সঠিকভাবে প্রবেশ করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS