Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাতব্যক্তিত্ব

৯নং শুভপুর ইউনিয়নপরিষদ

কালেরস্বাক্ষীবহনকারীগোমতীরতীরেগড়ে  উঠাদেবিদ্বারউপজেলারএকটিঐতিহ্যবাহীঅঞ্চলহলো৯নং শুভপুর ইউনিয়নপরিষদ। কালপরিক্রমায়আজ৯নং শুভপুর ইউনিয়নপরিষদশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহবিভিন্নক্ষেত্রেতারনিজস্বস্বকীয়তাআজওসমুজ্জ্বল।

) নাম–  ৯নং শুভপুর ইউনিয়নপরিষদ

খ) আয়তন– ১৪.৭০(বর্গকিঃমিঃ)

গ) লোকসংখ্যা– ৩০২৮৮জন(প্রায়) (২০১১সালেরআদমশুমারিঅনুযায়ী)

ঘ) গ্রামেরসংখ্যা– ১১টি।

ঙ) মৌজারসংখ্যা– ১১ট

চ) হাট/বাজারসংখ্যা-৫টি।

ছ) উপজেলাছাগলনাইয়াথেকেযোগাযোগমাধ্যম– সিএনজি/রিক্সা।

জ) শিক্ষারহার– ৭০% (২০১০)এরশিক্ষাজরীপঅনুযায়ী)

    সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারীরেজিঃপ্রাঃবিদ্যালয়- ০৩টি,     

    উচ্চবিদ্যালয়ঃ৪টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরতচেয়ারম্যান–ডাঃ মোঃ রেজাউল করিম

ঞ) গুরুত্বর্পূণধর্মীয়স্থান- ২টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– ২টি,

ঠ) ইউপিভবনস্থাপনকাল– ১৬/১০/২০০৬ইং।

ড) নবগঠিতপরিষদেরবিবরণ–

                                    ১) শপথগ্রহণেরতারিখ– ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথমসভারতারিখ– ১২/০৭/২০১১ইং

                                   ৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ– ২৭/০৭/২০১৬ইং

 

ঢ) গ্রামসমূহেরনাম–

Mªvgt

লোক সংখ্যা

গ্রামঃ জয়পুর,

 

গ্রামঃজয়চাদপুর

 

গ্রামঃ জগনাথ সোনাপুর

 

গ্রামঃউত্তরবল্লভপুর,

 

গ্রামঃ ছয়ঘরিয়া,

 

গ্রামঃ চম্পক নগর,

 

গ্রামঃদক্ষিনমন্দিয়া

 

গ্রামঃদক্ষিন কুহুমা,

 

গ্রামঃউত্তর মন্দিয়া,

 

 

ণ) ইউনিয়নপরিষদজনবল–

      ১।দায়িত্বরতচেয়ারম্যান–১ জন। ডাঃ মোঃ রেজাউল করিম 

               ১) নির্বাচিতপরিষদসদস্য– ১৩জন।

               ২) ইউনিয়নপরিষদসচিব– ১জন।

              ৩) ইউনিয়নগ্রামপুলিশ– ৯জন।

৪) তথ্যসেবা কর্মী-২ জন

১। সুভাষ ধর

২। জোবেদা আক্তার (সান্তা)

 

চেয়ারম্যানপ্রোফাইল

 

সাধারণ তথ্যাবলী:

   নাম

ডাঃমোঃরেজাউলকরিম

   জাতীয় পরিচয় পত্র নং

   পদবী

:  চেয়ারম্যান

   অফিসের ঠিকানা

:  ৯নং শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ডাকঘর- দারোগার হাট,

   উপজেলা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।

   টেলিফোন

   মোবাইল নম্বর

:  ০১৮১৯৬৭৭২৪৪

   ফ্যাক্স

   ইমেইল ঠিকানা

Email:rezsulkarim9@yahoo.com

নির্বাচনী তথ্যাবলী:

   নির্বাচনী এলাকার নাম

:  ৯নং শুভপুর ইউনিয়ন

   আসন নং

   দায়িত্ব গ্রহণের তারিখঃ

:  ২৯-০৭-১১ খ্রিঃ

ব্যক্তিগত তথ্যাবলী:

   পিতার নাম

:  রুহুল আমিন

   মাতার নাম

:  বিবি ছকিনা

   জন্ম তারিখ

:  ০১-০২-১৯৭৩

   সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

:  এম.এ

   বৈবাহিক অবস্থা

:  বিবাহিত

   স্বামী/স্ত্রীর নাম

:  মুর্শিদা বেগম

   স্বামী/স্ত্রী পেশা

:  গৃহিনী

   সন্তান

:  ছেলে-০২ মেয়ে- ০২

   স্থায়ী ঠিকানা

:  প্রযত্নে- ছৈয়দ মুহুরী বাড়ী, গ্রাম- জয় চাঁদপুর, ডাকঘর- শুভপুর,

   উপজেলা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।

   নিজ জেলা

:  ফেনী।

 

 

শুভপুরইউনিয়নপরিষদেরসাবেকচেয়ারম্যানদেরনামেরতালিকা

ক্রমিক

নাম

ঠিকানা

হইতে

পযর্ন্ত

জনাব, সুলতান আহাম্মদ চৌধুরী

জয়পুর

 

 

জনাব, আলী নেওয়াজ খন্দকার

দক্ষিণ মন্দিয়া

 

 

জনাব, সুলতান আহাম্মদ চৌধুরী

জয়পুর

 

 

জনাব, সামছুল হক চৌধুরী (ভারপ্রাপ্ত)

দঃ বল্লভপুর

 

 

জনাব, আলী আহাম্মদ মাষ্টার

দঃ বল্লভপুর

১৯৭১

১৯৭২

জনাব, নুর ইসলাম মাষ্টার

জয় চাঁদপুর

১৯৭৩

১৯৭৭

জনাব, অহিদের রহমান

জয় চাঁদপুর

১৯৭৮

১৯৮৩

জনাব, আবু বক্কর ছিদ্দিক চৌধুরী মানিক

ছয় ঘরিয়া

১৯৮৪

১৯৯১

জনাব, জহিরুল হক

উত্তর মন্দিয়া

১৯৯২

১৯৯৭

১০

জনাব, আবু বক্কর ছিদ্দিক চৌধুরী মানিক

ছয় ঘরিয়া

১৯৯৮

২০০৩

১১

জনাব, আলহাজ্ব জয়নাল আবেদিন

উত্তর মন্দিয়া

২০০৩

২০০৪

১২

জনাব, ইফতেখার হোসেন (ভারপ্রাপ্ত)

দঃ বল্লভপুর

২৬-৯-০৪

৫-১২-০৪

১৩

জনাব, আবুল কালাম আজাদ

 

৬-১২-০৪

২৮-০৭-১১

১৪

জনাব, রেজাউল করিম

জয়চাঁদপুর

২৯-০৭-১১

চলমান

 

 

ইউআইএসসি

৯নং শুভপুর ইউনিয়ন পরিষদের

৯নংশুভপুরইউনিয়নপরিষদেইউআইএসসিকীকেন?

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র হচ্ছে ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তিনির্ভর একটি অত্যাধুনিক তথ্য ও জ্ঞানকেন্দ্র(টেলিসেন্টার) যার উদ্দেশ্য হলো তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করা। এ কেন্দ্র থেকে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই তাদের বাড়ীর কাছে পরিচিত পরিবেশে জীবন ও জীবিকাভিত্তিক তথ্য ও প্রয়োজনীয় সেবা পায়।

গত ১১ নভেম্বর ২০১০ মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) একযোগে উদ্বোধন করেন। এ সকল কেন্দ্র থেকে মাসে প্রায় ৪০ লক্ষ মানুষ তথ্য ও সেবা গ্রহণ করছে। ইউআইএসসির মাধ্যমে সহজে, দ্রুত ও কম খরচে সরকারি ও বেসরকারি সেবা পাবার মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমানের ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।

‘জনগণের দোড়গোড়ায় সেবা’ (Service at Doorsteps)-এ ম্লোগানকে সামনে রেখে ইউআইএসসির যাত্রা শুরু হয়। ইউআইএসসি প্রতিষ্ঠার ফলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে একটি অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি করা সম্ভবপরহয়েছে, যেখানে মানুষকে আরসেবার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে না, বরং সেবাই পৌঁছে যাচ্ছেমানুষেরদোরগোড়ায়। অবাধ তথ্য প্রবাহ জনগনের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। দেশের ৪,৫০১টি ইউনিয়ন পরিষদে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপনের ফলে গ্রামীণ জনগণের অবাধ তথ্য প্রবাহে অংশগ্রহণসহ দ্রুততম সময়ে তথ্য ও সেবা পাওয়ার পথ সুগম হয়েছে।

উপকরণ:

এলাকার সর্বসাধারণের জন্য উন্নত তথ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ইউআইএসসিতে একাধিক কম্পিউটার ও সংশ্লিষ্ট উপকরণ রয়েছে, যা পর্যায়ক্রমে স্থাপন করা হয়েছে এবং হচ্ছে। ইউআইএসসির প্রয়োজনীয় উপকরণ আসে উদ্যোক্তার বিনিয়োগ এবং ইউনিয়ন পরিষদের তহবিল (রাজস্ব খাত ও এলজিএসপি প্রকল্প) থেকে। নূন্যতম স্ট্যাবিলাইজারসহ একটি কম্পিউটার, একটি সাদাকালো প্রিন্টার, একটি কালার প্রিন্টার, অন-লাইন সংযোগ স্থাপনের  জন্য একটি মডেম, একটি স্ক্যানার, একটি ডিজিটাল ক্যামেরা দিয়ে একটি ইউআইএসসি-এর কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করা সম্ভব। তবে পূর্ণাঙ্গ ইউআইএসসি পরিচালনার জন্য নিম্ন লিখিত উপকরণ দরকার -

  • একাধিক কম্পিউটার (ডেস্কটপ ও ল্যাপটপ)
  • বড় স্ক্রিনসহ ১টি মাল্টিমিডিয়া প্রজেক্টর
  • ১টি লেজার প্রিন্টার
  • ১টি কালার প্রিন্টার 
  • ১টি মডেম
  • ১টি স্ক্যানার মেশিন
  • ১টি লেমিনেটিং মেশিন
  • ১টি ফটোকপি মেশিন
  • ১টি ডিজিটাল ক্যামেরা
  • ১টি ওয়েবক্যাম
  • ১টি জেনারেটর  

স্থানীয় চাহিদার ভিত্তিতে কোন ইউআইএসসিতে উপরকরণ এর চেয়ে কম বা বেশি থাকতে পারে।

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র স্থাপিত হয়েছে পিপিপিপি (পাবলিক-প্রাইভেট-পিপলস পার্টনারশীপ) মডেলের উপর ভিত্তি করে। প্রতিটি ইউআইএসসিতে দু’জন করে স্থানীয় তরুন উদ্যোক্তা রয়েছে, যাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ উদ্যোক্তারাই ইউআইএসসি পরিচালনা করে থাকেন। কিছু কিছু কেন্দ্রে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি আরো একজন করে নারী ও পুরুষ ‘বিকল্প উদ্যোক্তা’ হিসেবে কাজ করছে।উদ্যোক্তা ইউআইএসসি’র বেতনভুক্ত কর্মী নন, প্রতিটি ইউআইএসসি’র আয়-ই উদ্যোক্তার আয়।

পার্টনারশীপ বা অংশীদারিত্ব:

স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে ইউআইএসসিসমূহ পরিচালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ইউআইএসসি’র তদারকিসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। ইউআইএসসি’র প্রয়োজনীয় আইসিটি উপকরন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের অর্থ আসে এলজিডি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে। এছাড়াও বিসিসি ১০১৩টি বিদ্যুতবিহীন ইউনিয়নে সোলার প্যাণেল সরবরাহ করে দেশের সকল ইউনিয়ন পরিষদকে বিদ্যুতের আওতায় নিয়ে এসেছে। এর বাইরে একাধিক ব্যাংক-বীমা, মোবাইল কোম্পানী, এনজিও, শিক্ষা-গবেষনা প্রতিষ্ঠান, হার্ডওয়্যার-সফটওয়্যার সমিতি প্রভৃতি প্রতিষ্ঠান তাদের সেবা, নতুন দক্ষতা ও কারিগরী সহায়তা নিয়ে ইউআইএসি’র সাথে সম্পৃক্ত হচ্ছে।

ইউএএমএস  বা ইউআইএসসি এ্যাকটিভিটি ম্যানেজমেন্ট সিস্টেম:

ইউআইএসসি উদ্যোক্তাদের আয়ের হিসাব এবং স্থানীয় প্রশাসনের ফলো-আপে সহযোগিতা করার জন্য ইউআইএসসি কার্যক্রম ব্যবস্থাপনা বা ‘ইউএএমএস’ (http://www.e-service.gov.bd/uams/) নামে একটি অনলাইন সফটওয়্যার তৈরি করা হয়েছে। ইউআইএসসি উদ্যোক্তারা তাদের প্রতিদিনকার আয়ের তথ্য এখানে আপলোড করে থাকেন।

ব্লগ (uiscbd.ning.com):

উদ্যোক্তাদের নিজেদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, আন্ত:সম্পর্ক স্থাপন এবং উদ্যোক্তাদের সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদেরসা থে দ্রুত যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে ইউআইএসসি ব্লগ (uiscbd.ning.com)। ব্লগটি সারাদেশে বিস্তৃত ৪,৫০১ টি ইউআইএসসি’র ৯,০০২ জন উদ্যোক্তার জন্য এমনই একটি শক্তিশালী অনলাইন প্লাটফরম, যেখানে উদ্যোক্তারা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করার, সমস্যা চিহ্ণিত ও তার সমাধান খোঁজার, সমবেত ভাবে উদ্যোগ গ্রহণের, স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার, এমনকি প্রয়োজনে নীতিনির্ধারকদের সাথে আলোচনা করার সুযোগ পাচ্ছে।

 

 

আমাদেরতথ্যসেবাকেন্দ্রকর্তিকসেবাসমুহ

 

 

 

এখানেসকলধরনেরকাজযেমন

 

 

* কম্পজ

 

 

 

* ইমেইল

 

 

* ইন্টারনেট

 

 

* ছোবি তোলা

 

 

* ফটোকপি

 

 

* কম্পিউটার  পশিক্ষনকেন্দ্রসহসকলদরনেরসেবাদেওয়াহয়া

 

      

         

           আরোসেবাসমুহ

       

o        পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

·         ইউনিয়ন পরিষদ

o        উদ্যোক্তা প্রোপাইল

o         

·         সরকারী অফিস

o        কৃষি

o        ভূমি

o        স্বাস্থ্য সেবা

o        সমাজসেবা

·         অন্যান্য প্রতিষ্ঠান

o        শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

o        বেসরকারী প্রতিষ্ঠান

o        ধর্মীয় প্রতিষ্ঠান

o        সংগঠন

·         বিভিন্ন তালিকা

o        সুবিধাভোগীদের তালিকা

o        আরো .....

·         প্রকল্পসমূহ

o       

·         সেবাসমূহ

o        রেজিষ্টার সমূহ

·         সংগঠন

o        ক্রীড়া সংগঠন

o        সাংস্কৃতিক সংগঠন

o        পেশাজীবি সংগঠন

নোটিশ বোর্ড

আইন শৃঙ্খলা ও নিরাপত্তা

ইউআইএসসি

ইউআইএসসি

কৃষি ও প্রাণিসম্পদ

ভূমি অফিস

শিক্ষা

সমাজসেবা

স্থানীয় সরকার প্রকৌশল

কেন্দ্রীয় ই-সেবা

অন্যান্য ই-সেবা

ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসন